সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মীর দেহ এল হেমতাবাদে, শোকের ছায়া গ্রামে

নাবালিকা উদ্ধার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত হেমতাবাদের বাসিন্দা পুলিশ কর্মী গোবিন্দ সেন। শেষ শ্রদ্ধা জানালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের জালে মহিলা মাদক কারবারি

Bengal Live শিলিগুড়ি ও রায়গঞ্জঃ নাবালিকা উদ্ধারে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ৷ বৃহস্পতিবার প্রধাননগর থানায় কর্মরত মৃত পুলিশ কর্মী গোবিন্দ সেনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শেষ শ্রদ্ধা জানান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। হাজির ছিলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব, ডিসিপি ইস্ট জয় টুডু, ডিসিপি ওয়েস্ট কুনুয়ার ভূষণ সিং, এসিপি ওয়েস্ট চিন্ময় মিত্তল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রয়াত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃতদেহ তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতেই গোবিন্দ সেনের নিথরদেহ পাঠানো হয় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়িতে।

নাবালিকা উদ্ধারে গিয়ে নয়ানজুলিতে পুলিশের গাড়ি, নাবালিকা সহ মৃত ৪

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে, শিলিগুড়ির প্রধান নগর থানায় নাবালিকার নিখোঁজের অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে কোচবিহারে ওই নাবালিকার খোঁজ পায়। এরপর বৃহস্পতিবার কোচবিহার থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়ির পথে রওনা দিলে পুলিশের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কর্মী গোবিন্দ সেন সহ চার জনের৷ ঘটনায় আহত হন আরও তিনজন। পুলিশ কর্মীর মৃত্যুর খবরে শোকের ছায়া বাঙালবাড়ির হাসপাতাল পাড়ায়।

Exit mobile version