রাজ্য

যুগলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুন?

যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার, খুন নাকি রয়েছে অন্য কোনও রহস্য?

 

Bengal Live মালদাঃ যুগলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের জাহাজ ফিল্ড এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি মোটর বাইক। কি কারণে ওই যুগলের মৃত্যু তা জানতে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম, রনি মন্ডল (২২)। বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। সে বি-টেক করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে। মৃত যুবতীর নাম সায়ন্তিকা রায় (১৯)। বাড়ি ইংরেজবাজার থানার তেলিপুকুর এলাকায়। সে মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। যুবতীর বাবা বাপ্পা রায় জানিয়েছেন, তার মেয়ে সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিল তারপর সে আর বাড়ি ফেরেনি। সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন। মৃত যুবককে তিনি চেনেন না বলে জানিয়েছেন।

অন্যদিকে মৃত যুবকের কাকা জয়রাম মন্ডল জানিয়েছেন, সোমবার রাতে তার ভাইপো বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। খুনের অভিযোগ তুলেছেন তিনি। তবে কে বা কারা দুজনকে খুন করেছে তা জানতে তদন্তের দাবি তুলেছেন মৃত দুই পরিবারের পরিজনেরা।

এদিন সকালে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জাহাজ ফিল্ড এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খুনের কিনারা করতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related News

Back to top button