রাজ্য

উত্তরের জঙ্গলে জোড়া কালো চিতাবাঘ

উত্তরের জঙ্গলে এখনও অটুট রয়েছে জীববৈচিত্র্য। দিনের আলোতে দুই ব্ল্যাক প্যান্থার অথবা কালো চিতাবাঘের দেখা যাওয়ার ঘটনাকে তারই প্রমান হিসেবে দেখছে পরিবেশপ্রেমীরা।

Bengal Live শিলিগুড়িঃ দিনের আলোতে বক্সার জঙ্গলে দেখা গেল দুটি ব্ল্যাক প্যান্থার। পর্যটকদের পাশাপাশি এই দৃশ্য বন বিভাগের কর্মীদেরও চোখে পড়েছে। যা নিয়ে উৎফুল্ল বন কর্তারা। বন আধিকারিকদের দাবি, এর আগে বেশ কয়েকবার ট্র‍্যাপ ক্যামেরায় কালো চিতাবাঘের অস্পষ্ট ছবি ধরা পড়লেও দিনের আলোতে এমনটা হয় নি। জনশূন্য বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের বসতি রয়েছে তা অনেকটাই প্রমাণিত।

ব্ল্যাক প্যান্থার আসলে চিতাবাঘই। জিন ঘটিত কারণে এই প্রজাতির দেহের রঙ মিশমিশে কালো। যার কারণে চিতাবাঘের থেকেও ব্ল্যাক প্যান্থারকে অনেকবেশি হিংস্র ও ভয়ঙ্কর মনে হয়।

Related News

Back to top button