গুলিবিদ্ধ বিজেপি কর্মী, রাজনীতির তাপে গরম হচ্ছে ভোটের হাওয়া
মালদায় বিজেপি কর্মী গুলিবিদ্ধ। চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের।
Bengal Live মালদাঃ বিধানসভা নির্বাচনের আগে গুলি চলল মালদায়। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মোথাবাড়ি থানার শ্রীপুর-মদনপুর এলাকায়।অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, বিজেপি কর্মী উদয় মন্ডল বাড়ি থেকে বেরিয়ে তাঁর ভুট্টার জমির দিকে যাচ্ছিলেন। এমন সময় ছবিলাল মন্ডল ও তাঁর দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে উদয় মন্ডলের উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় উদয় মন্ডলের বাঁ পায়ে গুলি লাগে। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোথাবাড়ি এলাকায়।
আহত বিজেপি কর্মীর দাদা শ্রীপেন মন্ডল জানান, তাঁর ভাই উদয় মন্ডল বিজেপি নেতা, মোথাবাড়ি এলাকার নয়টি বুথের দায়িত্বে রয়েছেন। তাঁর স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। তিনি বলেন, যে স্থানে এই ঘটনা ঘটেছে সেই জমি নিয়ে ছবিলাল মন্ডলের সঙ্গে একটি পুরনো বিবাদ রয়েছে। তৃণমূলের ঝাণ্ডা ধরার জন্য বলেছিল। তা অস্বীকার করায় এর আগেও গন্ডগোল বাঁধে। মঙ্গলবার বিকেলে সেই জমিতে যাওয়ার সময় ছবিলাল মন্ডল দলবল নিয়ে আমার ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। ভাইয়ের পায়ে গুলি লেগেছে।
বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চমপটি জানান, উদয় মন্ডল মোথাবাড়ি এলাকার নয়টি বুথের দায়িত্বে আছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছি আমরা।
অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার জানিয়েছেন, এটা তাদের নিজেদের গন্ডগোল। এখানে রাজনৈতিক কোনও কারণ নেই।