রাজ্য

রাতভর উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়ি

অভিযোগ, পালটা অভিযোগ। কোচবিহারে ফের তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর। নির্বাচন যতই এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

 

Bengal Live কোচবিহারঃ রাতভর উত্তপ্ত থাকল দিনহাটার ভেটাগুড়ি এলাকা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের পথসভাতে হামলা চালিয়েছে বিজেপি। পথসভা চলাকালীন বোমাবাজি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ ঘটনার প্রতিবাদে ভেটাগুড়ি থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়কে বসে  পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পথ অবরোধ করার পাশাপাশি বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস৷

জানা গেছে, ভেটাগুড়ি বাজারে পথসভা করার জন্য পুলিশের অনুমতি নেয় তৃণমূল। দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে পথসভা করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলের কর্মসূচীর নেতৃত্বে ছিলেন উদয়ন গুহ ঘনিষ্ঠ জয়দীপ ঘোষ।

তাঁর অভিযোগ, বিজেপি পুলিশের সামনেই পথসভার ওপরে হামলা চালায়। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জয়দীপ ঘোষ। অভিযুক্তদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি৷ যদিও বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, এসব তৃণমূল কংগ্রেসের সাজানো অভিযোগ৷ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের কারনে এধরনের ঘটনা ঘটতে পারে। বিজেপির কোনও যোগ নেই।

Related News

Back to top button