কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনঃ মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী

কংগ্রেসের পর মনোনয়ন জমা দিল বিজেপি। বুধবার কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার
Bengal Live রায়গঞ্জঃ মনোনয়ন জমা দিলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের সাথে নিয়ে বুধবার রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন কমল চন্দ্র সরকার। জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
আগামী ২৫ নভেম্বর করিমপুর, খরগপুর সদরের সাথে কালিয়াগঞ্জেও হতে চলেছে উপনির্বাচন। গণনা হবে ২৮ নভেম্বর। নির্বাচণ কমিশনের জারি করা নির্দেশিকা থেকে জানা গেছে, ৩০ অক্টোবর থেকে নমিশনেশ জমা নেওয়া শুরু হবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর। ৭ নভেম্বর স্ক্রুটিনির দিন ধার্য্য করা হয়েছে৷ মনোনয়ন পত্র তোলার শেষ তারিখ ১১ নভেম্বর।
গত সোমবার মনোনয়ন জমা দেন বাম ও কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়। এদিকে এদিনই এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দেব সিনহাও মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। এদিন কর্ণজোড়া কালীবাড়ি থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা, জেলা সভাপতি নির্মল দাম সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।