রাজ্য
তৃণমূল বিধায়কের সভায় বোমাবাজি, গাড়ি ভাঙচুর, প্রতিবাদে থানা ঘেরাও শাসক দলের
তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। সভা চলাকালীন বোমাবাজি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।
Bengal Live কোচবিহারঃ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিতেন বর্মনের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ। মাথাভাঙ্গার নয়ারহাটে এই ঘটনা ঘটে। অভিযোগ, সভা চলার সময় বিজেপি বোমাবাজি করে। এরপর বিধায়কের গাড়িতে ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এদিকে বিধায়কের গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে এদিন দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে মাথাভাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের পুলিশ গ্রেপ্তার না করলে মাথাভাঙা ১ নম্বর ব্লক গণতান্ত্রিক উপায়ে অচল করে দেবেন তাঁরা।