স্রেফ দাঁত দিয়ে মিনিটে পাঁচটা নারকেল ছুলে বিশ্বজয়ের পথে বিশ্বজিৎ
টিভিতে দাঁতের মাজনের বিজ্ঞাপন নয়। সত্যি সত্যিই স্রেফ দাঁতের জোরে মিনিটে পাঁচটা ঝুনো নারকেল ছুলে দিচ্ছেন বিশ্বজিৎ। ভাইরাল হয়েছে ভিডিও। একাধিক রেকর্ডস বুকে নাম ওঠার পাশাপাশি তিনি এখন জনপ্রিয় স্টেজ পারফর্মার।
Bengal Live আলিপুরদুয়ারঃ দাঁত দিয়ে সেকেন্ডের মধ্যে নারকেল ছুলে বিশ্বজয়ের পথে ফালাকাটার কৃষক পরিবারের ছেলে বিশ্বজিৎ। প্রতিভা যেখানে বিশ্বজয়ের চাবিকাঠি, দারিদ্র্য সেখানে অচ্ছুৎ, সেকথাই প্রমাণ করলেন বিশ্বজিৎ। দাঁত দিয়ে চোখের নিমেষে নারকেল ছুলে ভাইরাল হওয়ার পাশাপাশি স্বীকৃতি মিলল আন্তর্জাতিক স্তরেও।
ফালাকাটা কলেজের সংস্কৃত অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র বিশ্বজিৎ বর্মন। বাড়ি ফালাকাটার দক্ষিণ ডালিমপুরে। বাবা সামান্য কৃষক হলেও ছেলের সুনাম জেলা ছাড়িয়ে বাইরের জেলাতে ছড়িয়ে পড়েছে। দাঁত দিয়ে মাত্র ৫৬ সেকেন্ডে পাঁচ পাচঁটি নারকেল ছুলে ফেললেন বছর একুশের যুবক বিশ্বজিৎ। তাঁর দাতের কেরামতি দেখার জন্য বাড়িতে মানুষের ভিড় লেগেই আছে। এমনকি বাইরের নানা জায়গা থেকেও বিভিন্ন অনুষ্ঠানে ডাক আসছে বিশ্বজিতের। সেখানে দাঁতে নারকেল ছাড়ানোর শো করছেন তিনি। কিন্তু সকলের যেখানে হাতুরি, বাটালি, লোহার দা দিয়েও এক একটি নারকেল ছুলতেই দফারফা সাড়া হয়ে যায়, সেখানে খালি মুখে দাঁতের কেরামতিতে কী ভাবে এক মিনিটে পাঁচ পাঁচটি নারকেল ছুলে ফেললেন বিশ্বজিৎ ?
জটেশ্বরকে পৃথক ব্লক ঘোষণার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা
বিশ্বজিৎ বলেন, “এটা তেমন কিছু কঠিন কাজ নয়। আমি সেনা বাহীনিতে যোগদান করতে চাই। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলতে চাই। সেই কারণে নিয়মিত শারীরিক কসরত করি। আর করতে করতে অভ্যাস হয়ে গেছে। ছোট থেকেই দাঁত দিয়ে নারকেল ছাড়ানো অভ্যাস করছি আমি। এখন দাঁতে নারকেল ছোলা আমার কাছে জলভাত।”
সম্প্রতি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ বিশ্বজিতকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজিতের এই কাজে পরিবার সহ খুশি তাঁর প্রতিবেশীরাও।
তৃণমূলের পতাকা নিলেন অভিনেত্রী সায়নী ঘোষ সহ একঝাঁক টলিউড তারকা