লোকালয়ে বাইসনের দাপাদাপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো বনদপ্তর।
অচৈতন্য অবস্থায় উদ্ধার একই পরিবারের চার সদস্য
Bengal Live কোচবিহারঃ লোকালয়ে বাইসনের দাপাদাপিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। বাইসনটিকে আয়ত্তে আনার চেষ্টা করে বনদপ্তর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২নম্বর ব্লকের দ্বারিকামারি এলাকায়।
এদিন সকালে লোকালয়ে একটি বাইসন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়ায় বাইসনটি। লোকালয়ে বাইসন দেখে চিৎকার শুরু করে বাসিন্দারা। বাইসনটি ভুট্টা ক্ষেতে ঢুকে পরায় ফসলের ক্ষয় ক্ষতিও হয়েছে এলাকায়। বাইসনটিকে আয়ত্তে আনতে খবর দেওয়া হয় বনদপ্তরে।
ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কোভিড রোগীদের
বনদপ্তরের কর্মীরা অবজারভেশনে এসে বাইসনটিকে শান্ত করার চেষ্টা করছে বলে বন দপ্তর সূত্রে খবর। বনবিভাগের এক আধিকারিক জানান, ভুট্টা ক্ষেতে বাইসনটি ঢুকে পরে, ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা চলছে। লোকালয়ে বাইসন দেখে শুরু হয় চিৎকার চ্যাঁচামেচি। জানা যায় বাইসন দেখতে ভিড়ও জমান উৎসুক জনতা । এলাকায় ফসলের ক্ষয় ক্ষতি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। বাইসনটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে মাথাভাঙ্গা বনবিভাগ।