এবার ডুয়ার্সে বিমল গুরুং-এর শক্তি পরীক্ষা, জনসভায় নজর সব শিবিরের

পাহাড়ে ওঠার আগে আরও একধাপ। শিলিগুড়ির পর এবার ডুয়ার্সে জনসভা করবেন বিমল গুরুং।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ শিলিগুড়ির পর এবার ডুয়ার্সে শক্তি পরিচয় দেওয়ার পালা। রবিবার দিন ডুয়ার্সে জনসভা বিমল গুরুং-এর৷ গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং-এর সভা ঘিরে তাই চলছে জোর প্রস্তুতি। রবিবার আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহর লাগোয়া প্রগতি ময়দানে গুরুং-এর সভা সফল করতে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিমল পন্থীরা।

সন্তানের ওজন আর স্থুলতা চিন্তার কারণ ? সমাধানের পথ জেনে নিন

শনিবার ময়দানে গিয়ে দেখা গেল  মঞ্চ তৈরীর জোর প্রস্তুতি চলছে। ডুয়ার্সের নাগরাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার বিমলপন্থী নেতা, কর্মী ও সমর্থকরা এই সভায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন অজ্ঞাতবাস কাটাবার পর বিমল গুরুং প্রকাশ্যে আসতেই ডুয়ার্সের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। গত বিধানসভা ভোটে মাদারিহাট বিধানসভা আসনটি বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি। তাই গেরুয়া শিবিরের ভিত নড়বড়ে করতে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বীরপাড়াকেই বিমল গুরুং বেছে নিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল। গুরুং মন্ত্রে কতটা বাজিমাত করে তৃণমূল তা বোঝা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনেই।

Exit mobile version