রাজ্য

২২ ধরণের নিষিদ্ধ আতসবাজি সহ গ্রেপ্তার এক

হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে শব্দবাজির বিরুদ্ধে অভিযান।

Bengal Live শিলিগুড়িঃ নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি উদ্ধার অভিযানে নেমে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম হরিমাধব শাহ। তার বাড়ি শিলিগুড়ি পুর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভুপেন্দ্র নগর এলাকায়৷

রায়গঞ্জ পুলিশের লাগাতার অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি, গ্রেপ্তার আরও এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ভুপেন্দ্রনগর এলাকায় অভিযান চালায় পুলিশ৷ বে আইনি ভাবে বাজি বিক্রি করার খবর পেয়ে এলাকায় অভিযান চালাতেই হরিমাধব শাহ নামে এক ব্যবসায়ীকে ২২ ধরণের আতসবাজি সহ গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া আতসবাজির বাজারমূল্য ৭০-৮০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃত ব্যবসায়ীকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে৷

আজকের রাশিফল, ৯ নভেম্বর, সোমবার

Related News

Back to top button