গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী।
Bengal Live ডেস্কঃ টুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার টুইট করে বিজেপির সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন অভিনেত্রী। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির আর কোনও কর্মসূচিতে দেখা যায় নি অভিনেত্রীকে। এমনকি সামাজিক মাধ্যমেও তাঁকে বিজেপির পক্ষে দাঁড়াতে দেখা যায়নি৷ এরপর এদিন হঠাৎ করে গেরুয়া শিবিরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন তিনি। টুইটে অভিনেত্রী লেখেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ ও আন্তরিকতার অভাব রয়েছে বিজেপির। বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করলাম।
Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal…
— Srabanti (@srabantismile) November 11, 2021