রাজ্য

দার্জিলিঙের কোলে জন্ম নিল আরও এক রেড পান্ডা

পর্যটক শূন্য চিড়িয়াখানায় জন্ম নিল আরও এক রেডপান্ডা। চলতি বছরে দার্জিলঙের তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে এই নিয়ে পঞ্চম রেড পান্ডা শাবকের জন্ম।

 

Bengal Live দার্জিলিংঃ শৈলশহরের কোলে জন্ম নিল আরও এক রেড পান্ডা। ২০২১-এ দার্জিলিঙের তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে এই নিয়ে পঞ্চম রেডপান্ডার জন্ম হলো। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মা ও শাবক রেডপান্ডা দুইজনই সুস্থ রয়েছে। পর্যটক শূন্য চিড়িয়াখানায় ভালো রয়েছে ওরা। চিড়িয়াখানার চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন রেডপান্ডা শাবককে। ৷  সম্প্রতি দার্জিলিংয়ের চিড়িয়াখানায় জন্ম নিয়েছে মিশমি টাকিন, স্নো লেপার্ড এবং হরিণ শাবক। শৈলশহরে রেডপাণ্ডার বংশবৃদ্ধিতে খুশীর আবহ বন দপ্তরে।

দার্জিলিঙেই রয়েছে দেশের একমাত্র রেডপান্ডা প্রজনন কেন্দ্র। এই মুহূর্তে দার্জিলিং পদ্মজা নাইডু চিড়িয়াখানায় রেডপাণ্ডার সংখ্যা বেড়ে হয়েছে ২৬।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, শাবকের মায়ের  নাম “ইয়েশি” এবং বাবার নাম “পাবু”। চিড়িয়াখানার ডিরেক্টর ধর্মদেও রাই জানান, রেডপাণ্ডা শাবক এবং মা দুজনেই সুস্থ রয়েছে।

Related News

Back to top button