আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক অস্ত্র কারবারি, তদন্তে পুলিশ
আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live মালদাঃ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক অস্ত্র কারবারি। বুধবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাটাগর এলাকায়। উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মিনাতুল্লাহ শেখ(৩৩)। বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ । সেখান থেকেই আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ওই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র।
পূজার ছুটিতে পর্যটকরা আসবেন তো! আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের
পুলিশের প্রাথমিক অনুমান, কাউকে বিক্রি করার জন্যই কাটাগর এলাকায় আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে দাঁড়িয়ে ছিল ওই কারবারি। বৃহস্পতিবার ধৃত ওই অস্ত্র কারবারিকে পেশ করা হয় মালদা জেলা আদালতে । ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা টা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।