কোচবিহারে এইমস স্থাপনের প্রতিশ্রুতি অমিত শাহের
দ্বিতীয় দফার ভোট শেষ হতেই এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির নজর উত্তরবঙ্গে৷ এদিন উত্তরবঙ্গে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। দুই মঞ্চ থেকেই হুঙ্কার, পালটা হুঙ্কার অমিত-মমতার।
রেলওয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য গুনতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ
Bengal Live কোচবিহারঃ কোচবিহারে এইমস নির্মাণ সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় ক্ষমতায় এসে ২৫০ কোটি ব্যয়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি নির্মাণ সহ ৫০০ কোটি খরচে কোচবিহারের রাসমেলাকে আন্তর্জাতিক মডেল হিসেবে তুলে ধরবে বিজেপি বলে প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর৷ শুক্রবার কোচবিহারের শীতলখুচিতে জনসভা করেন অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিলেন অমিত শাহ।
গরমে বানিয়ে ফেলুন মন পসন্দের মালাই কুলফি। জেনে নিন পদ্ধতি।
বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার ভোটপর্ব সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার কোচবিহারের শীতলখুচিতে বিজেপির সভায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “প্রথম দুই দফার নির্বাচনে কি নজর দিয়েছেন? কি হয়েছে? পদ্ম ফুটেছে। ষাট আসনের মধ্যে পঞ্চাশের বেশি আসনে জয়ী হয়ে গেছে বিজেপি৷ দিদি আপনার যাওয়ার সময় চলে এসেছে৷ এখন আপনি বাঁচতে পারবেন না।” এদিনের সভায় অমিত শাহর আরও সংযোজন, উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন জানাতে এসেছি একটি আসনও যাতে দিদির হাতে না যায়৷ সব আসনে বিজেপিকে জয়ী করতে হবে৷ প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের উন্নতির কথা ভাবছেন আর দিদি ভাইপোকে নিয়ে চিন্তা করছেন। ভাইপোর উন্নতির কথা ভাবছেন।
ভেজিটেরিয়ানদের জন্য ভেজ বিরিয়ানি। দেখে নিন রেসিপি।
এদিন শীতলখুচিতে সভা শেষ করে কালচিনিতে দলীয় সভায় যোগ দিতে যান অমিত শাহ। রাজবংশী মানুষের মন পেতে ২৫০ কোটি টাকা ব্যয় করে রাজবংশী সমাজের প্রাণপুরুষ মনীষী পঞ্চানন বর্মার স্মৃতিতে মূর্তি স্থাপনের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।