স্থায়ী পার্কিং-এর দাবিতে বিক্ষোভ অ্যাম্বুলেন্স চালকদের
স্থায়ী পার্কিং-এর দাবিতে বিক্ষোভ অ্যাম্বুলেন্স চালকদের। কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ঘটনা৷
Bengal Live কোচবিহারঃ মেডিক্যাল কলেজের ভেতরে স্থায়ী পার্কিং এর দাবিতে গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অ্যাম্বুলেন্স চালকরা৷ রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়৷ কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ঘটনা৷
কোভিড সংক্রমণ রুখতে কোন মাস্ক কতটা কার্যকর?
কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের পক্ষ থেকে আজ নির্দেশ জারি করা হয়েছে যে, মেডিক্যাল কলেজের গেটের ভেতর অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা চলবেনা। রোগীকে মেডিক্যাল কলেজে নামিয়ে কিম্বা রোগীকে নিয়ে চলে যেতে হবে। তবে এই নির্দেশ মানতে চাইছেন না অ্যাম্বুলেন্স চালকরা। অভিযোগ, এর আগে কোচবিহার এম জে এন হাসপাতালে মেডিক্যাল কলেজের পরিকাঠামো তৈরির কাজ শুরু হলেও অ্যাম্বুলেন্স চালকরা স্থায়ী পার্কিং এর দাবি জানিয়েছিলেন। তবে সেই দাবি পূরন হয়নি। তাই মেডিক্যাল কলেজ চত্বরে কারমাইকেল ওয়ার্ডের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা হত অ্যাম্বুলেন্স গুলিকে৷ আন্দোলনকারী চালকদের দাবি তাঁদের স্থায়ী পার্কিং এর ব্যবস্থা করতে হবে৷
বাংলাদেশ স্পেশাল রেসিপিঃ ট্যাংরা টম্যাটো কারি
মেডিক্যাল কলেজ সুপার রাজীব প্রসাদ বলেন, “করোনা পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্স লাগামছাড়া ভাবে গেটের ভেতর আসা যাওয়া করতে দেওয়া হবেনা।”