রাজ্য

চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার দুই

অভিযোগে দুজন গ্রেপ্তার শিলিগুড়িতে। চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে।

কন্যাশ্রীর দৌলতে ক্যারাটে শিখে সোনা জিতলেন শিক্ষিকা

Bengal Live শিলিগুড়িঃ  চাকরির দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে শুক্রবার দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুইজনের নাম অমিত মণ্ডল ও শুভশ্রী মোদক। তারা দুজনই শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অমিত চাকরি সংক্রান্ত পরামর্শ দেওয়ার একটি সংস্থা চালাত শিলিগুড়ির প্রধাননগর এলাকায়। তার সহযোগী হিসেবে কাজ করতো শুভশ্রী।

বার কাম রেস্তোরাঁয় মাঝরাত পর্যন্ত পার্টি, উত্তরবঙ্গে গ্রেপ্তার ৪১

অভিযোগ,সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে তারা টাকা তুলত। পুলিশ সূত্রে জানা গেছে,  ১৪ জনের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই দম্পতি। তবে এখনও পর্যন্ত কেউই চাকরি পাননি। এবিষয়ে শুক্রবার প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন কোচবিহারের হলদিবাড়ির হেমকুমারির বাসিন্দা উত্তম রায়। এরপরই তদন্তে নেমে প্রধাননগরে ওই সংস্থার অফিসে অভিযান চালান এসওজি ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এবং গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পাশাপাশি এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান আভিযোগকারিরা।

Related News

Back to top button