রাজ্য
উত্তরবঙ্গে করোনা হানা, আক্রান্ত এক
দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ৷ করোনা হানায় প্রথম পজিটিভ রিপোর্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে।
Bengal Live শিলিগুড়িঃ উত্তরবঙ্গ থেকে প্রথম করোনা পজিটিভ। শনিবার পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট এসেছে বলে নাইসেড সূত্রে খবর। সন্দেহভাজন একাধিক নমুনা এর আগে উত্তরবঙ্গ থেকে পাঠানো হলেও সবগুলোই নেগেটিভ রিপোর্ট আসে৷ এই প্রথম পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্য উত্তরবঙ্গ জুড়ে।
শনিবার রাজ্যে আরও ৩ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। ফলে এদিন রাজ্যে এক লাফে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ১৮ জন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০৩। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের হানায় ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।