করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল
দক্ষিণবঙ্গের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গেও। আক্রান্তের সংখ্যায় প্রথমে রয়েছে দার্জিলিং জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা। উত্তর দিনাজপুর জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫।
Bengal Live ডেস্কঃ করোনায় আক্রান্ত রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। রবিবার সকালে করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। দলীয় কর্মী, সমর্থকদের উদ্দ্যেশ্য করে সোশ্যাল মিডিয়ায় নেত্রীর বার্তা, আমি কোভিড পজিটিভ। অনুরোধ করবো গত ৫দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে টেস্ট করুন। উল্লেখ্য, একাধিক ইস্যু নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কয়েকদিন আগে উত্তরবঙ্গে এসেছিলেন অগ্নিমিত্রা পল। শিলিগুড়িতে নারী সুরক্ষার দাবিতে মিছিল করার পাশাপাশি রায়গঞ্জেও জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়া দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতেও গিয়েছিলেন নেত্রী।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩১৮১জন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২৯৫৫ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। রাজ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম কলকাতা। এখনও পর্যন্ত ৫৩ হাজার ৮১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন কলকাতায়। গত ২৪ ঘন্টায় ৬৬৮ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৯৩জন। মোট আক্রান্ত ৪৮৮৭৬। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গেও। আক্রান্তের সংখ্যায় প্রথমে রয়েছে দার্জিলিং জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা।