অবশেষে আগাছামুক্ত হল স্কুল বাড়ি
ঝোপ-জঙ্গল মুক্ত হয়ে পূর্বের পরিচ্ছন্ন চেহারায় ফিরল চকভৃগু দুই নম্বর জিএসএফপি বিদ্যালয়। খুশি অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।
Bengal Live বালুরঘাটঃ আগাছা ও ঝোপ-জঙ্গল মুক্ত হয়ে পুর্বের চেহারায় ফিরল চকভৃগু দুই নম্বর জিএসএফপি বিদ্যালয়। এদিন সকালে স্কুল কর্তৃপক্ষ ওই স্কুল পরিষ্কারের উদ্যোগ নেন। আগাছা ও কচুবন পরিষ্কার করে স্কুলকে আবার পরিচ্ছন্ন করে তোলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবক ও স্থানীয়রা।
প্রস্থেটিক মেক-আপের কামাল, লারা যেনো হুবুহু ইন্দিরা গান্ধী
প্রসঙ্গত, চকভৃগু এলাকার নদীপার এনসি হাই স্কুল ক্যাম্পাস এর মধ্যে রয়েছে চকভৃগু ২নং জিএসএফপি বিদ্যালয়। করোনা আবহে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকায় স্কুলটি একেবারে ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল। শুধু স্কুলভবন নয় স্কুলের সামনে থাকা শিশুদের খেলার সামগ্রীগুলিও ঢেকে ছিল বুনো লতাপাতায়। আবার একাংশ ভরেছিল কচু বনে।এর মধ্যেই অভিভাবকদের স্কুলে গিয়েই মিডডে মিলের সামগ্রী সংগ্রহ করতে হত। ফলে স্কুলটি ঝোপঝাড় ও বিষাক্ত লতাপাতায় ঢেকে থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকরাও আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন।
দীর্ঘদিন বন্ধ পঠনপাঠন , স্কুল বাড়ি ঢেকেছে ঝোপ জঙ্গলে
এদিকে এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই তড়িঘড়ি বৃহস্পতিবার সকালে স্কুলের শিক্ষকরা উদ্যোগী হন স্কুল সাফাই অভিযানে। আগাছা ও কচুবন পরিষ্কার করে স্কুলকে ফিরিয়ে দেওয়া হয়েছে পূর্বের পরিচ্ছন্ন চেহারায়। স্কুল কর্তৃপক্ষের এহেন ভূমিকায় খুশি অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।