রাজ্য
টয় ট্রেনের জয় রাইড শুরু দার্জিলিঙ
প্রায় সাড়ে তিনমাস পর ফের একবার টয় ট্রেন পরিষেবা চালু হতে চলেছে দার্জিলিঙে।
Bengal Live ডেস্কঃ ছন্দে ফিরতে চলেছে পাহাড়ের পর্যটন ব্যবসা৷ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ টয় ট্রেন চালু হতে চলেছে দার্জিলিঙে৷ প্রায় সাড়ে তিনমাস পর ফের একবার দার্জিলিঙে চলতে শুরু করছে টয় ট্রেন। করোনা পরিস্থিতি সামাল দিয়ে পর্যটকদের মনোরঞ্জনের দায়িত্ব আবারও কাঁধে তুলে নিতে চলেছে দার্জিলিঙের টয়ট্রেন।
রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক
আপাতত রোজ ছয়টি করে জয় রাইড হবে বলে রেল সূত্রে জানা গেছে। দার্জিলিঙ থেকে ঘুম হয়ে ফের দার্জিলিঙ পর্যন্ত চলবে ট্রয় ট্রেন৷ বাতানুকূল কোচ যেমন থাকবে, তেমনই নতুন ভিস্তাডোম কোচও থাকবে ট্রেনে৷ অনলাইনের মাধ্যেমেই বুকিং করা যাবে জয় রাইডের টিকিট। রেলের পক্ষ থেকে জয় রাইডের সময়সূচি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।