রাজ্য

আদিবাসী সমাজকে বাড়তি গুরুত্ব এবারের উত্তরবঙ্গ উৎসবে

বছর ঘিরে ফের চলে এল উত্তরবঙ্গ উৎসবের মরশুম। প্রতি বছরের মতো এবারও জেলায় জেলায় অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গ উৎসব। কিন্তু করোনার জন্য উৎসবে কাটছাঁট করা হচ্ছে।

 

Bengal Live শিলিগুড়িঃ করোনার জেরে কাটছাট উত্তরবঙ্গ উৎসবে। বহিরাগত শিল্পীদের বদলে স্থানীয় শিল্পীদের তুলে ধরার প্রয়াস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের আট জেলা থেকে ৯ জনকে বঙ্গরত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো শনিবার। এদিন উত্তরকন্যায় সব জেলার জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করার পর এমনই জানালেন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

শনিবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, তথ্য সংস্কৃতি আধিকারিকদের সাথে নিয়ে বৈঠকে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বর্মণ, রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রীও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ উৎসব চলবে। করোনার কারণে বসে আঁকো প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আট জেলার নয় জনকে বঙ্গরত্ন সম্মান প্রদান করা হবে। এছাড়াও আটজন দুস্থ মেধাবী পড়ুয়ার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।

মন্ত্রী জানান, চলতি বছরে বহিরাগত কোনও শিল্পী নয়, স্থানীয় শিল্পীদের নিয়েই হবে উত্তরবঙ্গ উৎসব। জেলা সদরের পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় আয়োজিত হবে উত্তরবঙ্গ উৎসব।

Related News

Back to top button