ট্রাক উলটে পড়ল টোটো চালকের উপর, মৃত এক, বাড়তে পারে মৃতের সংখ্যা
নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারের চায়ের দোকানে ঢুকলো বোল্ডার বোঝাই ট্রাক। মৃত এক। চলছে উদ্ধার কাজ।
কল লেটার হাতে এল ইন্টারভিউয়ের দুই দিন পর, চাকরি হল না রায়গঞ্জের যুবকের
Bengal Live জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিডিও অফিস মোড়ে দুর্ঘটনা। পাথর বোঝাই ট্রাক উলটে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমল রায়। এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত ব্যক্তি টোটো চালক। তিনি বিডিও অফিস এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা।
মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল নির্বাচন কমিশন
শুক্রবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি বিডিও অফিসের সামনে ২৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে একটি টোটোকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানের উপর উলটে যায় বোল্ডার বোঝাই লরিটি।
এদিকে দুর্ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ময়নাগুড়ি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় প্রতিদিন পাথর বালি বোঝাই ডাম্পার এবং লরি ছুটে বেড়ায় জাতীয় সড়ক দিয়ে। তার জেরেই প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল নির্বাচন কমিশন