চোখে মুখে আতঙ্কের ছাপ, কাবুল থেকে বাগডোগরা ফিরলেন নেপালের বাসিন্দা

অবশেষে ভারতীয় বায়ু সেনার তৎপরতায় ভারতে ফিরলেন নেপাল ও শিলিগুড়ির বাসিন্দা।

Bengal Live শিলিগুড়িঃ কাজের জন্য পাড়ি দিয়েছিলেন আফগানিস্তান। ভারতীয় বায়ুসেনার প্রচেষ্টায় অবশেষে ভারতে ফিরলেন দেশে। আফগানিস্তানের কাবুলে নিরাপত্তা কর্মীর কাজ করতেন নেপালের বাসিন্দা সন্তরাজ সুব্বা। এদিন বাগডোগরা বিমান বন্দরে পৌঁছন তিনি। মনে দেশে ফেরার স্বস্তি থাকলেও এখনও চোখে মুখে লেগে রয়েছে আতঙ্কের ছাপ।

এবিষয়ে নেপালের বাসিন্দা সন্তরাজ সুব্বা বলেন, তিনি ভারতীয় বায়ু সেনার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে আফগানিস্তানের কাবুলে আমেরিকান ইউনিভার্সিটিতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। আফগানিস্থান দখল করেই তালিবানরা আমেরিকান ইউনিভার্সিটিকে হেড কোয়ার্টার বানিয়ে দেয় তারা।

তবে তালিবানদের সাথে কথা বলে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি ওখানে আটকে থাকা নিরাপত্তারক্ষীদের সুরক্ষিত জায়গায় রেখেছিল। সুরক্ষিত অবস্থায় থাকলেও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে ভারতীয় বায়ু সেনার প্রচেষ্টায় ইউকে, কাতার হয়ে ভারতে পৌঁছান তিনি।

এছাড়াও ব্রিটিশ সেনাবাহিনীর তৎপরতায় দেশে ফিরলেন শিলিগুড়ির বাসিন্দা অমিত থাপা।তিনি জানান, তিনি দীর্ঘ ন’বছর ধরে কাবুলে নিরাপত্তা রক্ষীরকাজ করতেন।ব্রিটিশ সেনার উদ্যোগে দুবাই, লন্ডন ও দিল্লী হয়ে এদিন বাগডোগরা পৌঁছন তিনি।

Exit mobile version