মাদক সহ কালিয়াচকের এক যুবককে আটক করল বিএসএফ

মাঝেমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ মাদক, ফেনসিডিল, গাঁজা, এমনকি ব্রাউন সুগারও। গ্রেপ্তারও হচ্ছে কারবারের সাথে যুক্ত ব্যক্তিরা৷ কিন্তু মাদক পাচার বন্ধ হচ্ছে কই ?

রায়গঞ্জে পরিযায়ী শ্রমিকের হাতে তৈরি পুতুল মন কেড়েছে কোচবিহারের

Bengal Live মালদাঃ প্রচুর পরিমাণে ফেন্সিডিলসহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ। শুক্রবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই পাচারকারী যুবককে আটক করেন বিএসএফের ২৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম বিশ্বরূপ মন্ডল। তার বাড়ি কালিয়াচক থানার রামনগর এলাকায়। ধৃতের কাছ থেকে বিএসএফ বাজেয়াপ্ত করেছে ৩৯২ টি ফেনসিডিলের বোতল। যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার টাকা। ধৃত পাচারকারীকে বিএসএফ-এর জেরা করে জানতে পেরেছে, কালিয়াচকের নওগাঁ এলাকার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলের বোতলগুলি নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ওই পাচারকারী।

আজকের রাশিফলঃ ১০ অক্টোবর

বিএসএফ ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। শনিবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়।

Exit mobile version