কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক দুষ্কৃতি

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ভূপেন্দ্র নগর এলাকা থেকে গ্রেপ্তার এক। কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে আটক করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ।

 

Bengal Live শিলিগুড়িঃ  ৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ টি আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক দুষ্কৃতি। রবিবার ভূপেন্দ্র নগর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার বিকেলে শিলিগুড়ি পুর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্র নগর এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানা পুলিশের একটি দল। ভূপেন্দ্র নগরে বিহার নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে এক দুষ্কৃতি তিনটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে খবর ছিল পুলিশের কাছে। তার ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে জানা গেছে, ধৃতের নাম নিতেশ শাহ। নিতেশকে আটক করে তার মোটরসাইকেলের টুলবক্সে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোটরসাইকেলটিও।

ব্রাউন সুগার সহ উদ্ধার নগদ টাকা , ধৃত ২

ঠিক কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ শিলিগুড়িতে নিয়ে এসেছিল অভিযুক্ত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃতকে । জানা গেছে , এদিন ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সাথে আরও কেউ জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখবে ভক্তিনগর থানার পুলিশ।

Exit mobile version