রাজ্য
হাতির দল এশিয়ান হাইওয়ে পেরিয়ে ঢুকে পড়ল ডিমডিমা চা বাগানে

কয়েক দিন আগেই ডিমডিমা চা বাগানে হাতির হানায় এক চৌকিদারের মৃত্যুর হয়। একই দিনে হাতির হামলায় মৃত্যু হয় বীরপাড়া থানার এক সিভিক ভলান্টিয়ারের।
Bengal Live আলিপুরদুয়ারঃ পরিবার সমেত হাতির দল এশিয়ান হাইওয়ে পার হয়ে ঢুকে পড়ল চা বাগানে। হাতি পারাপারের জেরে সাময়িক বন্ধ হল যান চলাচল। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দলমোনির জঙ্গল থেকে একটি শাবক সহ ছয়টি হাতির দল বের হয়ে এশিয়ান হাইওয়ে পার হয়ে ডিমডিমা চা বাগানে ঢুকে পরে। হাতির দল রাস্তা পার হবার সময় রাস্তার দুই ধারে অনেক গাড়ি দাঁড়িয়ে পরে। দূরে দাঁড়িয়ে হাতি দেখতে কৌতুহলী জনতার ভিড় জমে যায়। তবে কারোর কোনও ক্ষতি হয়নি। বন দপ্তর সূত্রে খবর, ‘হাতিগুলির উপর নজর রাখা হচ্ছে।’