গঙ্গায় মৎসজীবীর জালে ধরা পড়ল একটি ঘড়িয়াল
মাছের জালে ধরা পড়লো ঘড়িয়াল। গ্ৰামবাসীদের তরফে ঘড়িয়ালটিকে তুলে দেওয়া হয় বন কর্মীদের হাতে।
Bengal Live মালদাঃ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি ছোট ঘড়িয়াল। মঙ্গলবার কালিয়াচক ২নম্বর ব্লকের রাজনগর ঘাট এলাকায় পাওয়া গিয়েছে ওই ঘড়িয়ালটিকে। এরপর ঘড়িয়ালটিকে বনদপ্তরের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছান বনদপ্তর এর কর্মীরা। সেখানে মৎস্যজীবীদের তৎপরতায় ঘড়িয়ালটিকে বন কর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এবিষয়ে বন দপ্তরের অফিসার সুজিত কুমার চট্টোপাধ্যায় বলেন, হরিদাস চৌধুরী নামে এক মৎস্যজীবীর জালে একটি ঘাড়িয়াল ধরা পড়ে। আমরা সেটিকে উদ্ধার করেছি। আমাদের প্রচারমূলক কাজের ফলে মানুষ অনেক সচেতন হয়েছে। ঘড়িয়াল টি উদ্ধারের পর কেউ সেটিকে মেরে ফেলে নি। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘরিয়ালটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।