রাজ্য
পাচারের আগেই উদ্ধার ৭১৩ কার্টুন মদ
লকডাউনের মধ্যেই অবৈধ ভাবে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ চোরাই মদ। খবর পেয়েই তল্লাশি চালিয়ে উদ্ধার করল পুলিশ।
Bengal Live শিলিগুড়িঃ গোপন সূত্রে খবর পেয়ে ৭১৩ কার্টুন মদ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ৷ ফুলবাড়ি টোলগেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। মদ পাচারের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অসম থেকে বিহারগামী একটি ট্রাকে পাচার করা হচ্ছিল আনুমানিক ১৭ লক্ষ টাকার মদ। সেই খবর পেয়েই হানা দেয় পুলিশ। জানা গেছে, কোনও বৈধ কাগজ পত্র না মেলায় পুলিশ ট্রাক চালক ও খালাসিকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুমান, মেঘালয় থেকে অসম হয়ে বিহারে পাচার করার উদ্দেশ্য ছিল ৭১৩ কার্টুন মদ। আন্তঃরাজ্য মদ পাচার চক্রের সাথে ধৃতদের যোগাযোগ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।