জৌলুসহীন মালদার ৫০০ বছরের রামকেলি মেলা

করোনার জেরে বিগত বছরের মতন এই বছরও কার্যত জৌলুস হারালো মালদার রামকেলি মেলা। বিধিনিষেধ মেনে ভক্ত সমাগমের উপর রাশ টেনেই সূচনা হল উৎসবের।

 

 

Bengal Live মালদাঃ করোনার জেরে এবছরও কার্যত জৌলুসহীন রামকেলি মেলা। অনাড়ম্বর ভাবেই সূচনা হলো মালদার ঐহিত্যবাহী ৫০০ বছরের পুরানো রামকেলি মেলার। করোনা পরিস্থিতিতে এবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ও রামকেলি মদন মোহন মন্দির কমিটি।
ভক্ত সমাগমের উপর রাশ টানা হয়েছে। নিয়ম রক্ষার জন্য যা যা প্রথা মানা দরকার, তা করা হচ্ছে মাত্র।

প্রসঙ্গত, ১৫১৫ খ্রীষ্টাব্দের ১৫ জুন মহাপ্রভুর আগমন ঘটে রামকেলিতে। এরপর থেকেই এই দিনটি বিশেষ হয়ে উঠেছে জেলাবাসীর কাছে। এ বছর ৫০৭ বছরে পড়ল রামকেলি মেলা। এদিন দুপুরে অনুষ্ঠানের সূচনা করেন ইংলিশবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরি, জেলা পরিষদের সচিব দেবজিৎ বোস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। উপস্থিত ছিলেন মন্দিরের সেবাইত মদনমোহন পানিগ্রাহী।

Exit mobile version