রাজ্য

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ২৬ লক্ষ টাকা ছিনতাই

বন্দুক দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে নগদ ২৬ লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের ওপর ঘটনাটি ঘটে।

Bengal Live শিলিগুড়িঃ ফিল্মি কায়দায় নগদ ২৬ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের উপর। গাড়ির কাঁচ ভেঙে, গুলি চালিয়ে টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি পুলিশ।

খোয়া গেছে Aadhaar Card? জেনে নিন খুব সহজেই নতুন Aadhaar Card পাওয়ার পদ্ধতি

জানা গিয়েছে, থানজোড়া চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাগানের দিকে যাচ্ছিল বাগান কর্তৃপক্ষ। অভিযোগ, একটি বোলেরো গাড়ি ও চারটি মোটর সাইকেল আচমকাই ঘিরে ধরে বাগানের গাড়িটিকে। এরপরই বন্দুক দেখিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি পুলিশ।

থানজোড়া চা বাগানের গাড়ির চালক গনেশ বাড়াইক জানান, নম্বর প্লেট লাল কাপড় দিয়ে ঢাকা ছিল এবং সঙ্গে সঙ্গে পিছন থেকে চারটি বাইক এসে আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং গুলি চালিয়ে টাকা লুঠ করে পালায়। দুষ্কৃতিদের ৫ জনের কাছে বন্দুক ছিল বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে একটি গুলিও উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে।

নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খুঁজতে বাংলা বিহার সীমান্ত চেকরমারী ও দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার হপতিয়াগছ সহ মুরালিগছে নাকা চেকিং শুরু হচ্ছে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি পুলিশ।

Related News

Back to top button