রাজ্য

হুইলচেয়ারে চাকরী প্রার্থীর কুশপুতুল, মিছিল বিজেপির

চাকরী চাইছে রাজ্যের বেকার-যুবরা। পঙ্গু হয়ে পড়ে রয়েছে তাঁরা। এদিকে হুইলচেয়ারে বসে নাটক করছে একজন, অভিযোগ বিজেপির।

আলিপুরদুয়ার-কোচবিহার সীমান্তে উদ্ধার তাজা বোমা

Bengal Live শিলিগুড়িঃ হুইলচেয়ারে চাকুরী প্রার্থীর কুশপুতুল রেখে শিলিগুড়িতে মিছিল করল বিজেপির যুব মোর্চা। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যের হাল পঙ্গু হয়ে গিয়েছে দাবি করে হুইলচেয়ারের আয়োজন যুব মোর্চার।

বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমিচৌক থেকে মিছিলটি শুরু হয়। হিলকার্ট রোড, বিধান রোড হয়ে মিছিলটি শেষ হয় বিজেপির জেলা কার্যালয়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপির যুব মোর্চা সভাপতি কাঞ্চন দেবনাথ সহ অন্যান্যরা।

৩৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন

মিছিল শেষে কাঞ্চন দেবনাথ বলেন, আজ রাজ্যের বেকার যুবকদের পঙ্গু করে রেখেছে তৃণমূল কংগ্রেস। বেকাররা কাজ চাইছে৷ কিন্তু রাজ্যে একজন নাটক করে হুইলচেয়ারে বসছেন। এরই প্রতিবাদে আজকে আমরা প্রতিকী আন্দোলনে নেমেছি৷

Related News

Back to top button