রায়গঞ্জ

২৪ ঘন্টার মধ্যে ফের এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার উত্তর দিনাজপুরে

আবারও গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ থানার মহারাজার পর এবার হেমতাবাদ থানা এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

 

Bengal Live হেমতাবাদঃ এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। বুধবার রাতে হেমতাবাদ থানার চৈনগর লাগোয়া এলাকা থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে একটি বুলেটের খোল উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই খুনের ঘটনার সাথে যুক্ত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

জানা গেছে, মৃত ওই যুবকের নাম রাজীব লোচন সরকার(২৫)। তার বাড়ি ৩নং নওদা গ্রাম পঞ্চায়েতের ভানইল গ্রামে। দিল্লিতে এক প্লাইউড কোম্পানিতে কাজ করতেন রাজীব। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার প্রতিবেশীর মোটরবাইক নিয়ে বিন্দোলের উদ্দেশ্যে রওনা হয়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে। এরপরেই সোশ্যাল মিডিয়া সূত্রে ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পারে পরিবার। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

মৃত যুবকের কাকা পরেশ বর্মণের দাবি, রাজীবের কোনও শত্রু ছিল না। কেন, কী কারণে তাকে খুন করা হল, কিছুই বুঝে উঠতে পারছি না। যে বা যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।

বুধবার সকালেই রায়গঞ্জ থানার মহারাজা এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার তদন্তে নামানো হয়েছিল পুলিশ কুকুর৷ এরপর রাতেই আবার জেলায় খুনের অভিযোগ৷

বুধবার রাতে চৈনগর গ্রাম পঞ্চায়েতের নওঘাটা এলাকায় রাস্তার পাশে থাকা নয়নজুলিতে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ দেখতে পায় কিছু গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে কোনও রক্ত পরে থাকতে দেখা যায়নি৷ অনুমান, অন্য কোথাও খুন করে কুয়াশা ও রাতের অন্ধকারে ওই এলাকায় মৃতদেহ ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা৷

Related News

Back to top button