পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে পথে নামল উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস। কুশপুত্তলিকা দাহ করা হল প্রধানমন্ত্রীর।
Bengal Live রায়গঞ্জঃ পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর যুব কংগ্রেস। রবিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে থেকে মিছিল শুরু করে যুব কংগ্রেস। সুপার মার্কেটে মিছিলটি শেষ হয়। সেখানেই মোদীর কুশপুতুল দাহ করে যুব কংগ্রেস।
উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি তুষার গুহ বলেন, করোনা ও আমফানের মাঝে সাধারণ মানুষের জীবন এমনিতেই দুর্বিষহ হয়ে উঠেছে৷ তার উপর যখন বিশ্ব বাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ কম সেই মুহূর্তে দেশে রোজ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ডিজেলের দাম। বর্ধিত দামের প্রভাবে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত মানুষের। এরই প্রতিবাদে এদিনের প্রতিবাদ বলে জানিয়েছেন তুষার গুহ।