পূজার আগে কুনোরের টেরাকোটা শিল্পীদের বিশেষ উপহার দিল ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর

পূজার আগে কুনোরের টেরাকোটা শিল্পীদের বিশেষ উপহার দিল ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর
Bengal Live রায়গঞ্জঃ জেলার টেরাকোটা শিল্পীদের হাতে যন্ত্রচালিত মেশিন তুলে দিল উত্তর দিনাজপুর জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর। শুক্রবার কালিয়াগঞ্জের কুনোর হাটের ৩০জন টেরাকোটা শিল্পীর হাতে এই মেশিন তুলে দেওয়া হয়। বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের প্রাক মুহূর্তে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের এই উপহারে খুশির হাওয়া শিল্পীদের মধ্যে।
এদিন হুইল মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জের বিডিও প্রসুন কুমার ধারা, জেলাপরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্মাধ্যক্ষ বিপাশা সিনহা, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ কমল সরকার, দধিমোহন দেবশর্মা, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।
যন্ত্রচালিত হুইল মেশিন পেয়ে খুশি এলাকার টেরাকোটা মৃৎশিল্পীরা৷ উপভোক্তা মৃৎশিল্পীরা জানিয়েছেন, এই হুইল মেশিন পেয়ে তাঁরা ভীষণ উপকৃত হলেন। এতদিন পরিশ্রম করে চাকার সাহায্যে মাটির সামগ্রী তৈরি করতেন। এই মেশিন দিয়ে খুব অল্প সময়ে কম পরিশ্রমে বেশি পরিমাণে সামগ্রী তৈরি করতে পারবেন।