রায়গঞ্জ

উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল উত্তর দিনাজপুরের। এক নজরে দেখুন কৃতিদের তালিকা

মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে তাক লাগিয়েছিল করোনেশনের সূনৃত সিংহ। সেই ধারা বজায় রেখে উচ্চ মাধ্যমিকেও তাক লাগানো ফল উত্তর দিনাজপুরের কৃতিদের।

Bengal Live রায়গঞ্জঃ উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল উত্তর দিনাজপুর জেলার পড়ুয়াদের। মেধা তালিকা প্রকাশ না হলেও রাজ্যে সম্ভাব্য সর্বোচ্চ নম্বর ৪৯৯। এরপরেই ৪৯৮ নম্বর পেয়েছেন রায়গঞ্জের জয় মন্ডল। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয় মন্ডল।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ সূনৃতের রায়গঞ্জের বাড়িতে মন্ত্রী

অন্যদিকে, ৪৯৭ নম্বর পেয়েছেন তরঙ্গপুর এন কে হাইস্কুলের মীরা দেবশর্মা। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শুভাশিস দাস পেয়েছেন ৪৯৬। ৪৯৪ নম্বর পেয়েছেন জেলার তিন কৃতি। ইসলামপুর গার্লস হাইস্কুলের রূপালী বিশ্বাস, সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের অনুভব সাহা ও বরুণা প্রাণ প্রিয়া বিদ্যাপীঠ হাইস্কুলের গৌতমী পাহানের ঝুলিতে রয়েছে ৪৯৪ নম্বর। এরপরেই রয়েছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের জয়ত্রী পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। ৪৯১ নম্বর পেয়েছেন রায়গঞ্জ করোনশন স্কুলের আরেক কৃতি ছাত্রী বিপাসা ব্যানার্জি।

বিস্তারিত আসছে…

Related News

Back to top button