রায়গঞ্জ

কালিয়াগঞ্জে নয়, মুখ্যমন্ত্রী জনসভা করবেন রায়গঞ্জে

কালিয়াগঞ্জের বদলে এবার রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রাক মুহূর্তে রায়গঞ্জ থেকে তৃণমূল কর্মীদের কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন সেই দিকেই নজর সকলের।

 

Bengal Live রায়গঞ্জঃ মুখ্যমন্ত্রীর সভাস্থল বদল। কালিয়াগঞ্জের বদলে এবার মুখ্যমন্ত্রীর সভা হবে রায়গঞ্জে। কী কারণে সভা স্থান পরিবর্তন করা হল সেই বিষয়ে কোনও কিছু জানা না গেলেও, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, রায়গঞ্জের স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টার করে স্টেডিয়ামে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷

চান্দোলের যে মাঠে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর, শনিবার সন্ধ্যায় তা পরিদর্শন করতে যান ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। গতকাল তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আসবেন। তার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আশা করছি সঠিক সময়েই প্রস্তুতির কাজ শেষ করে ফেলা যাবে। তবে এখানে শুধু একটাই একটু সমস্যা আছে। সেটা হল এই মাঠে প্রবেশের পথ খুব কম। চারিদিক থেকে মানুষ আসবে। হিলি থেকে চোপড়া দুই দিনাজপুর মিলে লক্ষাধিক লোকের সমাবেশ হবে। ফলে পুলিশ প্রশাসন এবং আমাদের ছাত্র-যুব কর্মী ও ভলান্টিয়ারদের দেখতে হবে যাতে সমস্ত মানুষ সুন্দরভাবে মাঠে প্রবেশ করতে পারেন এবং মুখ্যমন্ত্রীর কথা শুনতে পারেন। এটাই আমাদের এখন লক্ষ্য।” এর পরেই রবিবার সকালে জানা যায়, চান্দোলের পরিবর্তে রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা স্থানান্তর করা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি কর্মীসভায় যোগ দিতে উত্তর দিনাজপুরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রথমে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থানে সভা করার কথা জানানো হয়। সেই মোতাবেক কালিয়াগঞ্জের চান্দোলে সভাস্থল ঠিক করা হয়। জেলা প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শনও করে আসেন। এরপরেই আচমকা সভাস্থল পরিবর্তন করা হয়।

Related News

Back to top button