রায়গঞ্জ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা মে মাস জুড়েই বৃষ্টিপাত চলবে বঙ্গে

গরমের থেকে সাময়িক মুক্তি মিলতে চলেছে বলেই মনে করছে আবহাওয়া অফিস। বাতাসের নীচের স্তরে ঢুকছে প্রচুর জলীয় বাস্প।

 

Bengal Live ডেস্কঃ আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। অনুমান, রাজ্য বর্ষা আগমনের আগে পর্যন্ত বৃষ্টিপাত হবে সমগ্র বাংলা জুড়ে। কিন্তু কেন এই পূর্বাভাস? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া ঝাড়খন্ডে ওপরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে। ফলে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ঝড়বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ৯ থেকে ১৪ মে-এর মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় একাধিক কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া বইতে পারে ঘন্টায় ৪৫-৭৫ কিলোমিটার বেগে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বেয়া কিছু এলাকায়। বজ্রপাতও হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

Related News

Back to top button