রায়গঞ্জ

কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে তৃণমূলের শিক্ষক নেতা অশোক রুদ্র

শুক্রবার শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের নিয়ে কালিয়াগঞ্জে মিছিল করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট প্রচারে পথসভা ও পদযাত্রায় অংশ নিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র। কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচারে সংগঠনের সভাপতির সাথে মিছিলে পা মেলালেন উত্তর দিনাজপুর জেলার শতাধিক প্রাথমিক শিক্ষক। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে একহাত নেন অশোক রুদ্র।

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের হয়ে প্রচারে ঝাঁপিয়েছে শাসক দলের সবকটি সংগঠন। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র।

এদিনের শিক্ষক সংগঠনের পথ সভায় বক্তব্য রাখেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এরপর উত্তর দিনাজপুর জেলার শতাধিক প্রাথমিক শিক্ষক কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে র‍্যালি বের করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। রাজ্যের মুখ্যমন্ত্রীর সার্বিক উন্নয়নের কথা গ্রামে গ্রামে প্রচার করার জন্য সংগঠনের শিক্ষদের নির্দেশ দেন তিনি।

Related News

Back to top button