রায়গঞ্জ

এক মাস থেকে বিকল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়াটার এটিএম

তিন মাস আগে চালু হওয়া ওয়াটার এটিএম বিকল হয়েছে বিগত একমাস থেকে। দ্রুত মেশিন ঠিক করে সাধারণকে পরিষেবা দেওয়ার দাবি তুলল তৃণমূল কংগ্রেস প্রভাবিত স্বাস্থ্য কর্মী সংগঠন।

Bengal Live রায়গঞ্জঃ দীর্ঘদিন থেকে বিকল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়াটার মেশিন। এর কারণে চরম সমস্যার মুখে হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীর পরিজনেরা। চড়া দামে বাইরের বাজার থেকে কিনতে হচ্ছে জল। প্রায় এক মাস থেকে এই ওয়াটার মেশিন বিকল হয়ে পড়ে থাকার পরেও নজর নেই কর্তৃপক্ষের। সোমবার এই ঘটনা নজরে আসতেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে দ্রুত ওয়াটার মেশিন ঠিক করার দাবিতে স্মারকলিপি জমা দেয় তৃণমূল কংগ্রেস প্রভাবিত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ স্বাস্থ্য কর্মী সংগঠন।

সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিকের অভিযোগ, তিন মাস আগে তৈরি হওয়া পরিস্রুত পানীয় জলের মেশিন দীর্ঘ একমাস থেকে বিকল হয়ে রয়েছে৷ যার কারণে, চিকিৎসার জন্য আসা বিপুল সংখ্যক রোগীর পরিজনদের জলকষ্টের মধ্যে থাকতে হচ্ছে। বাইরে থেকে চড়া দামে জল কিনে খেতে হচ্ছে তাঁদের। দ্রুত এই মেশিন ঠিক করার দাবি জানিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের অর্থানুকূল্যে এই ওয়াটার মেশিনটি স্থাপন করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে৷ এই মেশিন বসানোর জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয় ব্যাঙ্কের পক্ষ থেকে। দুই টাকায় এক লিটার জল সরবরাহ করার উদ্দেশ্য নিয়েই এই মেশিনটি বসানো হয়েছিল। প্রশান্ত মল্লিকের দাবি, কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে।

Related News

Back to top button