রায়গঞ্জ
Trending

উত্তর দিনাজপুরের ৪২ বুথে পুনর্নির্বাচন

রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হলো পুনর্নির্বাচন।

 

Bengal Live রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার ৪২টি বুথে ফের নির্বাচন শুরু হলো। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসলামপুরে ১০টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন, গোয়ালপোখর ১ ও ২ ব্লকে যথাক্রমে ৪টি ও ১৩টি বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। করণদিঘি ব্লকে পাঁচটি, রায়গঞ্জ ব্লকে ২টি, হেমতাবাদ ব্লকে ২ ও ইটাহার ব্লকে ৬টি বুথে চলছে রি-পোল।

৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত ভোট সম্পন্ন হয় রাজ্যে। ভোটের দিন কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটে। ছাপ্পা, বুথ জ্যাম, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় দুইজনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই জেলাজুড়ে একাধিক বুথে পুনর্নির্বাচন করার দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ সেই মোতাবেক সোমবার রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ৪২টি আসনেও শুরু হয়েছে পুনর্নির্বাচন।

Back to top button