রায়গঞ্জ

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে উত্তর দিনাজপুর জেলাশাসক

মহানন্দার জলস্তর সামান্য কিছুটা কমলেও কুলিক, নাগর সহ একাধিক নদীর জলস্তর বেড়ে বিপদ সীমার আরও কাছাকাছি গিয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। মঙ্গলবার চোপড়া, গোয়ালপোখর ২, কানকি, সূর্যাপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ত্রাণ কেন্দ্রও এদিন পরিদর্শন করেন জেলা শাসক।

এদিকে মহানন্দার জলস্তর সামান্য কিছুটা কমলেও কুলিক, নাগর সহ একাধিক নদীর জলস্তর বেড়ে বিপদ সীমার আরও কাছাকাছি গিয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়ালপোখর ২ ব্লকের সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের পূরাতন সিমুলিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক। এছাড়াও রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ছোট সাপনিকলা এলাকার বাধ পরিদর্শন করেন জেলা শাসক। পাঞ্জিপাড়ার স্কুল পাড়ার জলবন্দি এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি মনোরা হাইস্কুলে খোলা ত্রাণ কেন্দ্রে পৌঁছে বন্যা কবলিত মানুষদের সাথে কথা বলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। সোমবার দিনই পঞ্চায়েত প্রতিমন্ত্রী গোলাম রব্বানী গোয়ালপোখর ২ ব্লকের একাধিক এলাকা পরিদর্শন করেন। ত্রাণ কেন্দ্র গুলিতেও ঘুরে দেখেন তিনি। এরপরই মঙ্গলবার জেলা শাসক পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন।

জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন মহানন্দা নদীর জলস্তর বিপদ সীমা থেকে কিছুটা নীচে নামলেও কুলিক, নাগর সুই, টাঙন নদীর জলস্তর বিপদ সীমার আরও কাছাকাছি পৌঁছেছে। তবে মঙ্গলবার দিনভর বৃষ্টি না হওয়ার কারণে, এই জলস্তর কিছুটা কমবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

Related News

Back to top button