রায়গঞ্জ

বিজেপির জেলা কমিটিতে চোপড়ার অশোক, কালিয়াগঞ্জের কার্তিক

বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়। এদিকে কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান কার্তিক পালও তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে।

 

 

Bengal Live  রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা বিজেপির নতুন কমিটি ঘোষণা হলো বুধবার৷ জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সাংবাদিক বৈঠক করে নতুন কমিটি ঘোষণা করেন এদিন। তাৎপর্যপূর্ণ ভাবে চোপড়ার প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় ও কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান কার্তিক পাল ঠাঁই পেয়েছেন জেলা কমিটিতে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পারার ক্ষোভ থেকে দলত্যাগ করেন চোপড়ার অশোক রায়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি৷ তবে দলত্যাগ করলেও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেনি অশোক রায়কে। এদিকে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর পথে হেঁটে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কার্তিক পাল। তবে প্রাক্তন কালিয়াগঞ্জ পুরপ্রধানকে প্রার্থী করেনি বিজেপি।

রায়গঞ্জ ব্লকের আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

বুধবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সভাপতি বাসুদেব সরকার। বৈঠকে তিনি নতুন জেলা কমিটি ঘোষণা করেন৷ এদিন আটজন সহ সভাপতির নাম ঘোষণা করেন তিনি। নিখিল সরকার, নিমাই কবিরাজ, ভানুরাম বর্মণ, সুরজিৎ সেন, অশোক রায়, প্রবীর ঘোষের নাম জেলা সহ সভাপতি হিসেবে ঘোষণা করেন তিনি। এদিকে তিনজন সাধারণ সম্পাদকের মধ্যে দুইজনের নাম এদিন ঘোষণা করেন বাসুদেব সরকার। এদিকে আটজন সম্পাদকের মধ্যে সাতজনের নাম ঘোষণা করেন বাসুদেব সরকার। অন্যান্যদের মধ্যে কালিয়াগঞ্জের কার্তিক পালের নামও এদিন সম্পাদক হিসেবে ঘোষণা করেন তিনি।

এইমস-এর সর্বভারতীয় পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় নজরকাড়া সাফল্য মালদার মেয়ে ধৌলি ঝা’র

Related News

Back to top button