রায়গঞ্জ

করোনাকে পাশবালিশ বানিয়ে রাস্তায় শুয়ে পড়লেন বিজেপি নেতা, চর্চা রায়গঞ্জে

মুখ্যমন্ত্রীর বক্তব্যের ব্যাঙ্গাত্মক প্রতিবাদ। করোনা লেখা পাশবালিশ জড়িয়ে রাস্তায় শুয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি।

Bengal Live রায়গঞ্জঃ করোনাকে “পাশবালিশ” বানিয়ে তা জড়িয়ে ধরেই রাস্তায় শুয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। জানালেন, মুখ্যমন্ত্রীর আজব পরামর্শের বিরুদ্ধে এটা তাঁর অভিনব ব্যাঙ্গাত্মক প্রতিবাদ। বৃহস্পতিবার দলের জেলা কার্যালয়ের বাইরে রাস্তার উপর করোনা স্টিকার লাগানো পাশবালিশ জড়িয়ে শুয়ে শুয়েই প্রতিবাদ জানালেন বিজেপির জেলা সভাপতি৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক প্রতিবাদের এই রূপ দেখে শোরগোল পড়ে গেছে শহরের বাসিন্দাদের মধ্যে। অনেকের কাছেই তা চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস।

জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বলেন, “লকডাউন তুলে দিয়ে নবান্নে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, করোনাকে পাশ বালিশের মতন জড়িয়ে থাকতে। আমরা তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাস্তার উপর করোনা লেখা পাশ বালিশ জড়িয়ে শুয়ে পড়েছি। আসলে এটা আমাদের প্রতীকী প্রতিবাদ মুখ্যমন্ত্রীর ওই আজব মন্তব্য ও পরামর্শের বিরুদ্ধে।”

রায়গঞ্জ পুরসভার উপ-পুরপতি অরিন্দম সরকার বলেন, “গোমুত্র খেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে ওঁদের। এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষের পাশে থাকার কথা তখন ওরা খবরের শিরোনামে থাকার জন্য এইসব নাটক করছে। আমরা বিষয়টিকে কোনও গুরুত্বই দিচ্ছি না।”

Related News

Back to top button