রায়গঞ্জ

কারা হামলা চালিয়েছিল বিজেপি কার্যালয়ে? শুরু তদন্ত

দলীয় কার্যালয়ে কারা ভাঙচুর চালিয়েছিল তা জানতে তদন্ত শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। চক্রান্তের গন্ধ পাচ্ছেন জেলা বিজেপি নেতৃত্ব।

 

Bengal Live রায়গঞ্জঃ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করার পর উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মীরা হামলা ও ভাংচুর চালায়। বিক্ষোভকারীরা স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবি ও ফ্লেক্স  ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেবার পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নিয়ে টিকিট বিলি করার অভিযোগ তোলে।এই ঘটনায় দলের জেলা নেতৃত্ব চরম অস্বস্তিতে পরে। এই ঘটনার পেছনে প্রশান্ত কিশোর ও তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বলে এদিন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী অভিযোগ করেন।

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, ” প্রার্থী তালিকা প্রকাশ করার পর উত্তর দিনাজপুরে দলের জেলা কার্যালয় ও অন্যান্য বেশকিছু এলাকায় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ওই ভাংচুরের ভিডিও ফুটেজ জোগার করে আমরা ওই হামলাকারীদের বেশিরভাগকেই চিহ্নিত করতে পেরেছি। আমার বিশ্বাস এদের বেশিরভাগই প্রশান্ত কিশোরের নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কর্মীদের মধ্যে মিশে  এই হামলার ঘটনা ঘটিয়েছে।দলের কর্মীদের আবেগের আড়ালে মিশে তারা এই কান্ড ঘটিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে।

ওই ফুটেজ আমরা সমস্ত মন্ডলের কার্যকর্তার কাছে পাঠিয়ে তাদের শনাক্ত করার জন্য নোটিশ পাঠিয়েছি।দলের কর্মী হলে দল ব্যবস্থা নেবে।বহিরাগত কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। “

Related News

Back to top button