করোনার গ্রাফ উর্ধ্বমুখী উত্তর দিনাজপুরে, দৈনিক সংক্রমণে রেকর্ড

দৈনিক সংক্রমণে রেকর্ড উত্তর দিনাজপুরে৷ একদিনে রায়গঞ্জ পুরসভা এলাকায় আক্রান্ত ৭৩ জন।

 

Bengal Live রায়গঞ্জঃ দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড উত্তর দিনাজপুরে। গত ২৪ ঘন্টায় সাড়ে তিনশ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে এটাই সর্বোচ্চ বলে জানা গেছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। একদিন রেকর্ড পরিমাণ রোগী সুস্থ হয়েছেন বলে খবর। তবে রোজ দিনই মৃত্যু হচ্ছে করোনায়। গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে করোনায়।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১২০১ জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৯২১৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০২ জনের।

Exit mobile version