তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সরব উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতৃত্ব।
Bengal Live রায়গঞ্জঃ করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। অচলাবস্থা তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও৷ উপার্জন বন্ধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অনটন দেখা দিয়েছে গ্রাম থেকে শহরের বাসিন্দাদের মধ্যে৷ এমতবস্থায় তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সরব উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শুক্রবার এই দাবি জানিয়ে জেলা শাসক ও জেলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয় জেলা বিজেপির পক্ষ থেকে।
উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, লকডাউনের কারণে জেলার মানুষ অর্থনৈতিক অনটনের সম্মুখীন হয়েছেন। ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থ হাতে নেই কারোর। এই পরিস্থিতিতে আগামী তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করার দাবি জানানো হয়েছে জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের কাছে।