রায়গঞ্জ

অজানা জ্বর আতঙ্ক উত্তর দিনাজপুরেও, রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি একাধিক শিশু

অজানা জ্বর নিয়েএবার আতঙ্ক বাড়ছে উত্তর দিনাজপুর জেলাতেও। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি অনেকে।

Bengal Live রায়গঞ্জঃ জলপাইগুড়ির পর এবার অজানা জ্বর নিয়ে আতঙ্ক বাড়ছে উত্তর দিনাজপুর জেলাতেও। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ১৫ জন শিশু জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানা গেছে। কী কারণে জ্বর সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও ক্রমশ ভয়ানক রূপ নিচ্ছে অজানা জ্বর। শতাধিক শিশু আক্রান্ত হয়েছে জেলায়। এখনও পর্যন্ত একজন শিশুর এই জ্বরে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সুপার অভীক মাইতি বলেন, ভাইরাল নিউমোনিয়া সমস্যা শুরু হয়েছে। এখনও ভয়ের কোনও কারণ নেই। ১৫-১৬ জন শিশু এখনও চিকিৎসাধীন রয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। চিকিৎসার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে মেডিক্যাল কলেজে বলে জানিয়েছেন তিনি।

এদিকে জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়িতেও শিশুদের অজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বানারহাট, ধূপগুড়ির দিকেও ক্রমশ আক্রানের সংখ্যা বাড়ছে।

Related News

Back to top button