অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, রহস্য রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের রেলঘুমটি এলাকায়। মৃতদেহ উদ্ধারের জন্য রেল পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে৷
স্থানীয় বাসিন্দা অভিজিৎ যোশী বলেন, এদিন সকালে ওই ব্যক্তি এই এলাকায় এসে বসে ছিল। এরপর একটা বাড়ির সামনে গিয়ে মুখেচোখে জল দেন। এরপরেই মাটিতে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন৷ এই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখা যায় নি। পরিচয়ও জানা যায়নি।
অভিজিৎ বাবু বলেন, আমাদের ধারণা, ওই ব্যক্তি হাসপাতাল অথবা কোনও চিকিৎসাকেন্দ্র থেকে পালিয়ে এসেছেন। তাঁর হাতে স্যালাইনের চ্যানেল করা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা।
ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পরিচয় জানার জন্য নিকটবর্তী সরকারি, বেসরকারি চিকিৎসাকেন্দ্রে খোঁজ চালানো হচ্ছে। তবে সঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নয়ে রহস্য ডানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে।