রায়গঞ্জ ব্লকের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জ ব্লকে বন্যার ভ্রুকুটি। বাড়ছে নদীর জল। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী৷
Bengal Live রায়গঞ্জঃ কুলিক ও নাগরের জলে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করলেন সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বৃহস্পতিবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন দেবশ্রী। বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি।
বাহিন গ্রাম পঞ্চায়েতের ট্যাগরা, কুমারজোল, ভিটিহার এবং গৌরী গ্রাম পঞ্চায়েতের দুপদুয়ার, অনন্তপুর গ্রামের বহু কৃষিজমি জলের তলায়। বহু মানুষের ঘরবাড়ি এখনও জলমগ্ন। পরিদর্শনের মাঝে মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, এই দুই গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রাম প্রতিবছরই জলের তলায় চলে যায় এবং ফসল সহ বহু মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ে। জেলা প্রশাসনের উচিত এই গ্রামগুলির অবস্থার দিকে নজর দেওয়া। নিজের চোখে পরিস্থিতি দেখে গেলাম। পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।